কন্টাক্ট বাটন( Contacts) এর কাজ দেখুন

post thumb
Learning Skylil
Sep 17, 2024

কন্টাক্ট বাটন( Contacts) এর কাজ দেখুন

কন্টাক্ট বাটন( Contacts)এর কাজ দেখুন

সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার গুলির মধ্যে একটি হল কন্টাক্ট ফিচার , যেখানে আপনি আপনার কাস্টমার লিস্ট এবং সাপ্লায়ার লিস্ট দেখতে পারেন। আপনি ব্যবসায়িক প্রয়োজনে আবার সেই লিস্টের তথ্য ব্যবহার করতে পারবেন  আসুন কাস্টমার লিস্ট এবং সাপ্লায়ার লিস্ট সম্পর্কে বিস্তারিত দেখি।

কাস্টমার লিস্ট:

  • স্বয়ংক্রিয় আপডেট: কাস্টমার লিস্ট স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় যখন কোনো গ্রাহক ডিজিটাল মেনুর মাধ্যমে অর্ডার দেয় বা ম্যানেজার ম্যানুয়ালি অর্ডার গ্রহন করে ।

  • ম্যানুয়াল এন্ট্রি:  রেস্টুরেন্ট ম্যানেজার একটি ফর্মের মাধ্যমে ম্যানুয়ালি কাস্টমারকে লিস্টের অন্তর্ভুক্ত করতে পারেন, যেখানে কাস্টমারের নামগ্রাহকের নাম, মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা দিয়ে ফর্মটি পূরণ করতে হয় ।

  • অ্যাকশন বাটন: প্রতিটি কাস্টমার রো তে  ইডিট বা ডিলিট করার অপশন রয়েছে ।

সাপ্লায়ার লিস্ট:

  • ম্যানুয়াল এন্ট্রি: কাস্টমার লিস্ট এর মত, সাপ্লাইয়ার লিস্ট টি ম্যানুয়ালি আপডেট করা আবশ্যক।.

  • সাপ্লায়ার ডিটেলস: সাপ্লাইয়ার অ্যাড করার ফর্মটিতে সাপ্লায়ার এর নাম মোবাইল নম্বর ইমেইল ও ঠিকানা পূরণ করে লিস্টে যোগ করতে হবে ।

  • অ্যাকশন বাটন: প্রতিটি সাপ্লায়ার রো তে  ইডিট বা ডিলিট করার অপশন রয়েছে ।